রেস্ট হাউজ
রেস্ট হাউজ (০১) – গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে পর্যটকদের রিফ্রেশমেন্ট ও বিশ্রামের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে রেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে। ১নং গেইট থেকে ১০০ গজ সামনে যাওয়ার পর বরাং এর বাম পাশে রেস্ট হাউজ ০১ অবস্থিত। ইহা ৪ কামরা বিশিষ্ট । সবুজে ঘেরা পাহড়ের উপর অবস্থিত রেস্ট হাউজটিতে ১টি কনফারেন্স রুম কাম ডাইনিং রুম ও রয়েছে। যোগাযোগ নম্বর নিজাম উদ্দিন -01729818125, 1919390231,
রেস্ট হাউজ (০২) – গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে পর্যটকদের বিশ্রামের জন্য রেস্ট হাউজ-০২ (দংরাম) নির্মাণ করা হয়েছে।১নং গেইট থেকে সোজাসুজি পূর্ব দিকে কাঠের সেতু পার হয়ে ১৫০ গজ সামনে পাহাড় সংলগ্ন রেস্ট হাউজ -০২ অবস্থিত। । ইহা ২ কামরা বিশিষ্ট ।এখানে ২টি বেড আছে । যোগাযোগ নম্বর নিজাম উদ্দিন -01729818125, 1919390231।
লেক
লেক : ময়মনসিংহ জেলার জনপ্রিয় ভ্রমণ স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ হলো হালুয়াঘাট উপজেলাধীন গাজিরভিটা ইউনিয়নের গারো পাহাড় পরযটন কেন্দ্র । এখানে অনেক দর্শনীয় স্পট আছে । তার মধ্যে লেকটি (চিবল) অন্যতম ।.এখানে দৃষ্টি নন্দন বড় লেক আছে। এ লেকে জমিরি পরিমাণ ৪.১০ একর । কাঠের ব্রীজের মাধ্যমে লেকগুলো দু’ভাগে বিভক্ত। এ লেকে প্যাডেল বোট আছে। লেকের পানির উপর ভাসমান হাঁসের বিচরণ দেখতে খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে অনেকগুলো টিলা আর উত্তর দিকে ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে খুবই চমৎকার।প্রাকৃতিক নিসর্গ দেখতে খুবই সুন্দর ও আদর্শ জায়গা।
পিকনিক স্পট
কন্টেন্ট
প্যাডল বোট
প্যাডল বোট-জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে গাবরাখালী গারো পাহাড় পরযটন কেন্দ্রের লেকে নতুন প্যাডল বোট স্থাপন করা হয়েছে। এর ফলে পরযটন কেন্দ্র নতুন করে প্রাণ ফিরে পেয়েছে । চলমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাগরিকদের - বিশেষত শিশু-কিশোরদের নির্মল বিনোদনের জন্যে জেলা প্রশাসনের উদ্যোগে এখানে ২টি নতুন প্যাডল বোট স্থাপন করা হয়েছে, যা পার্কের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং দর্শনীয় স্থানটির আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করেছে ।
শিশু পার্ক
শিশু পার্ক –হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে গাবরাখালী গারো পাহাড় পরযটন কেন্দ্রে ১টি শিশু পার্ক আছে। জেলা প্রশাসন কর্তৃক ইহা নির্মাণ করা হয়েছে। এটি হালুয়াঘাট উপজেলার একমাত্র শিশু বিনোদনকেন্দ্র।
জারামবং
জারামবং-গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে উত্তর পশ্চিম দিকের পাহাড়ের উপর জারামবং অবস্থিত। জারামবং গারো শব্দ। এর আভিধানিক বাংলা অর্থ হলো পূর্ণিমা। পাহাড়ের চুড়ায় ষড়ভূজাকৃতির রংঙিন টিনের ছাউনী টাইলস করা ফ্লোর চুর্তুপাশে বসার জায়গা ও ষড়ভূজাকৃতির সেন্ট্রাল টেবিলের সমন্বয়ে নির্মিত জারামবংকে দেখতে খুবই সুন্দর এ মনোরম স্থানে বসে ভারতের মেঘালয় রাজ্যের অপরূপ নৈসর্গিক দৃশ্য অবলোকন করাসহ পার্কের চারিদিকের মনোরম দৃশ্য দেখা যায়। এখানে বসে লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে খুবই সুন্দর। পূর্নিমা রাতে জারামবং এ বসে লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে নৈসর্গিক লাগবে। জারামবং এ একসাথে ৪০ জন লোক বসতে পারবে। আলাপ, আড্ডা, মিটিং-এর জন্য উপযুক্ত স্থান । জারামবং এ উঠার জন্য পাহাড়ী পথে পরপর ৩টি সিড়ি বেয়ে উপরে উঠতে হয় । এখানে দাড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। জনাব মোঃ কামরুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ গত ২৩/০২/২০২১ তারিখে জারামবং উদ্বোধন করেন। গাবরাখালী গারো পাহাড়ে গেলে অবশ্যই সকালে ভোরের সময় ও সূর্যাস্ত দেখতে মিস করবেন না। এজন্য আপনাকে জারামবং পিকনিক স্পটে যেতে হবে। সূরযাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর আকাশের তারার মেলা আপনার হৃদয় মনকে জুড়িয়ে দিবে নিমেষেই।