ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবরাখালি গারো হীল পর্যটন কেন্দ্র। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেঁরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই গারো হীল পর্যটন কেন্দ্র। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। ভারতের মেঘালয় প্রদেশের পাশ ঘেঁষে পিকনিক স্পটটি তৈরি হওয়ায় ঐ এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
কম্পোনেন্টসমূহ
গাবরাখালী
গাবরাখালী
গারো পাহাড় পর্যটন কেন্দ্র
মূল ভাবনা- জনাব মোঃ মিজানুর রহমান
সাবেক জেলা প্রশাসক, ময়মনসিংহ
দাপ্তরিক কাজে ২০১৯ সালের মাঝামাঝি ভারতে যাওয়ার সময় মনে হল আমাদের ময়মনসিংহে কোন টিলা বা পাহাড় নেই । সীমান্তবর্তী উপজেলা ধোবাউরা ও হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসারের সাথে তৎক্ষণাৎ কথা বলে জানলাম সংখ্যাগত কোন জরিপ নেই, তবে হালুয়াঘাটের গাবরাখালী ও ধোবাউরার ঘোষগাঁও এলাকায় গারো পাহাড়ের একাংশ রয়েছে। কয়েকদিন পর জরিপ শেষে দেখা গেল ১২টি মোটামুটি পাহাড়সহ ৯৯ টি ছোটবড় টিলা দুই উপজেলায় রয়েছে। সরকারি ১ নং খাস খতিয়ানের এসব জায়গার মালিক জেলা প্রশাসক, তদারকির অভাবে স্থানীয়রা টিলা কেটে নিজেদের স্বার্থে….