জনাব মোঃ মিজানুর রহমান
সাবেক জেলা প্রশাসক, ময়মনংসিংহ
দাপ্তরিক কাজে ২০১৯ সালের মাঝামাঝি ভারতে যাওয়ার সময় মনে হল আমাদের ময়মনসিংহে কোন টিলা বা পাহাড় নেই । সীমান্তবর্তী উপজেলা ধোবাউরা ও হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসারের সাথে তৎক্ষণাৎ কথা বলে জানলাম সংখ্যাগত কোন জরিপ নেই, তবে হালুয়াঘাটের গাবরাখালী ও ধোবাউরার ঘোষগাঁও এলাকায় গারো পাহাড়ের একাংশ রয়েছে। কয়েকদিন পর জরিপ শেষে দেখা গেল ১২টি মোটামুটি পাহাড়সহ ৯৯ টি ছোটবড় টিলা দুই উপজেলায় রয়েছে। সরকারি ১ নং খাস খতিয়ানের এসব জায়গার মালিক জেলা প্রশাসক, তদারকির অভাবে স্থানীয়রা টিলা কেটে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পাহাড় টিলা সংরক্ষণ ও এই সম্পদে সরকারি মালিকানা সুস্পষ্ট করার ভাবনা মাথায় আসে। এলাকার মানুষের জীবন মান উন্নয়নে এবং কিছু কর্মসংস্থান তৈরি করার ইচ্ছা থেকেই এখানে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নেয়া হয়। তাছাড়া আমাদের দেশে খোলা মেলা সুস্থ্য বিনোদন কেন্দ্রের পর্যাপ্ততাও স্বল্প। জেলা প্রশাসন ময়মনসিংহ ও উপজেলা পরিষদ, হালুয়াঘাট প্রতিনিয়ত পর্যটন কেন্দ্রের উন্নয়ন করে চলছে। আমি আশা করি সবার সহযোগিতায় গারবাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র শিল্প সংস্কৃতির নগরী ময়মনসিংহের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিনত হবে। সবাইকে গাবরাখালী গারো পাহাড়ে স্বাগতম।