জারামবং-গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে উত্তর দিকের পাহাড়ের উপর জারামবং অবস্থিত। জারামবং গারো শব্দ। এর আভিধানিক বাংলা অর্থ হলো পূর্ণিমা । পাহাড়ের চূড়ায় রঙ্গিন টিনে আচ্ছাদিত পর্যটকদের বসার মনোমুগ্ধকর স্থান এ জারামবং। এখানে বসে ভারতের মেঘালয় রাজ্যের অপরূপ নৈসর্গিক দৃশ্য অবলোকন করাসহ পার্কের চারিদিকের মনোরম দৃশ্য দেখা যায়। পূর্নিমা রাতে জারামবং এ বসে লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে নৈসর্গিক লাগবে। জারামবং এ একসাথে ৪০ থেকে জন লোক বসতে পারবে। আলাপ, আড্ডা, মিটিং-এর জন্য উপযুক্ত স্থান । জারামবং এ উঠার জন্য পাহাড়ী পথে পরপর ৩টি সিড়ি বেয়ে উপরে উঠতে হয় । এখানে দাড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। জনাব মোঃ কামরুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ গত ২৩/০২/২০২১ তারিখে জারামবং উদ্বোধন করেন। গাবরাখালী গারো পাহাড়ে গেলে অবশ্যই সকালে ভোরের সময় ও সূর্যাস্ত দেখতে মিস করবেন না। এজন্য আপনাকে জারামবং পিকনিক স্পটে যেতে হবে। সূরযাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর আকাশের তারার মেলা আপনার হৃদয় মনকে জুড়িয়ে দিবে নিমেষেই।