
বাংলাদেশের যেকোন স্থান থেকে ভ্রমনপিপাসুগণ গাবরাখালী পর্যটন কেন্দ্রে আসতে চাইলে প্রথমে ময়মনসিংহ শহরের শম্ভুগন্জ ব্রীজ মোড়ে আসতে হবে। ব্রীজ মোড় থেকে বাসে করে হালুয়াঘাট উপজেলা বাসস্ট্যান্ডে আসতে হবে। হালুয়াঘাট উপজেলা বাসস্ট্যান্ড থেকে বাস, সিএনজি অথবা যে কোন যানবাহনযোগে গোবড়াকুড়া হয়ে সীমান্ত/বর্ডার রোডে খুব সহজেই আসা যায় অপার সৌন্দর্যমন্ডিত ও প্রকৃতির স্বর্গরাজ্য গাবরাখালী গারো পাহাড় ও পর্যটন কেন্দ্রে।
